Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অনলাইনে আয়কর জমা প্রদানের সুযোগ (এ-চালান সিস্টেম)

সম্মানিত করদাতাবৃন্দ এখন ব্যাংকে না গিয়ে সরাসরি অনলাইনে আয়কর জমা দিতে পারেন। অটোমেটেড চালান সিস্টেম বা সংক্ষেপে এ চালান সিস্টেমের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই সম্মানিত করদাতাবৃন্দ তাদের প্রদেয় আয়কর জমা দিতে পারবেন। সেজন্য করদাতাবৃন্দকে প্রথমে ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard ওয়েবসাইটে প্রবেশ করে "এনবিআর এর জমা" অপশনে ক্লিক করতে হবে। তারপর সম্মানিত করদাতাবৃন্দ আয়কর অপশন ক্লিক করে তাদের সংশ্লিষ্ট কর অঞ্চল, কর সার্কেল, যে ধারায় আয়কর জমা দিবেন, আয়করের পরিমাণ সিলেক্ট করে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে সহজেই অনলাইনে চালানের মাধ্যমে আয়কর জমা দিতে পারবেন এবং চালানের কপি ডাউনলোড করে নিতে পারবেন।