সম্মানিত করদাতাবৃন্দ
আয়কর বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এবং আয়কর সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়কর বিভাগ নিম্নবর্ণিত সেবাসমূহকে অনলাইন কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, সম্মানিত করদাতাবৃন্দ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই আয়কর বিভাগের নিম্নলিখিত সেবাসমূহ পেতে পারবেন।
১। ই-টিন রেজিস্ট্রেশনঃ সম্মানিত নতুন করদাতাবৃন্দ খুব সহজে secure.incometax.gov.bd/TINHome ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ১২ ডিজিটের ই-টিন সার্টিফিকেট খুলতে পারবেন এবং যেকোনো সময় নিজের ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
২। অনলাইনে রিটার্ন দাখিলঃ সম্মানিত করদাতারবৃন্দ ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য সম্মানিত করদাতাবৃন্দকে etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর উক্ত ওয়েবসাইটে খুব সহজেই অনলাইন রিটার্ন পূরণ করে দাখিল করা যাবে। অনলাইনে রিটার্ন দাখিলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ওয়েবসাইটের রিটার্ন পূরণের সেকশনে আয় ও সম্পদের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করার পরে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আয়করের হিসাব সম্পন্ন করে দেয়। শুধু তাই নয়, সাথে সাথে অনলাইন থেকেই প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর প্রত্যয়নপত্র সংগ্রহ করা যায়।
৩। রিটার্ন দাখিলের প্রমাণপত্র অনলাইনে যাচাইঃ অর্থ আইন, ২০২২ অনুসারে ৩৮টি সেবা নেয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, যেসব কর্তৃপক্ষ উক্ত সেবাসমূহ প্রদান করবেন, তাদেরকে অবশ্যই সেবাগ্রহণকারী ব্যক্তির রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করে নিতে হবে। সকলের সুবিধার্থে আয়কর বিভাগ অনলাইনেই রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাইয়ের সুযোগ তৈরি করে দিয়েছে। বর্তমানে verification.taxofficemanagement.gov.bd ওয়েবসাইতে প্রবেশ করে যেকেউ সংশ্লিষ্ট ব্যক্তির ই-টিন নাম্বার এন্ট্রি দেয়ার মাধ্যমে তার রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই করতে পারবেন।
৪। অনলাইনে আয়কর জমা দেয়ার সুযোগ (এ চালান সিস্টেম): সম্মানিত করদাতাবৃন্দ এখন ব্যাংকে না গিয়ে সরাসরি অনলাইনে আয়কর জমা দিতে পারেন। অটোমেটেড চালান সিস্টেম বা সংক্ষেপে এ চালান সিস্টেমের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই সম্মানিত করদাতাবৃন্দ তাদের প্রদেয় আয়কর জমা দিতে পারবেন। সেজন্য করদাতাবৃন্দকে প্রথমে ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard ওয়েবসাইটে প্রবেশ করে "এনবিআর এর জমা" অপশনে ক্লিক করতে হবে। তারপর সম্মানিত করদাতাবৃন্দ আয়কর অপশন ক্লিক করে তাদের সংশ্লিষ্ট কর অঞ্চল, কর সার্কেল, যে ধারায় আয়কর জমা দিবেন, আয়করের পরিমাণ সিলেক্ট করে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে সহজেই অনলাইনে চালানের মাধ্যমে আয়কর জমা দিতে পারবেন এবং চালানের কপি ডাউনলোড করে নিতে পারবেন।
৫। অনলাইনে উৎসে আয়কর কর্তন ও জমা প্রদানঃ সম্মানিত উৎসে আয়কর কর্তনকারী কর্তৃপক্ষের কার্যক্রম সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আয়কর বিভাগ অনলাইনে উৎসে আয়কর কর্তন, জমাপ্রদান ও মনিটরিং এর সুযোগ তৈরি করেছে। সম্মানিত উৎসে আয়কর কর্তনকারী কর্তৃপক্ষবৃন্দ etds.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনপূর্বক খুব সহজে উৎসে আয়কর কর্তনের রিটার্ন, কর্তিত আয়কর জমা প্রদান এবং উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন। স্বয়ংক্রিয় এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট আয়ের তথ্য এন্ট্রি করার পরে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কী পরিমাণ উৎসে আয়কর কর্তন করতে হবে তা হিসাব করে প্রদর্শন করে এবং তারপর সংশ্লিষ্ট ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উক্ত আয়কর জমা প্রদান করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস